আফগান সীমান্তসংলগ্ন কুররাম জেলায় পাকিস্তানের সামরিক বাহিনীর একটি কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এ হামলায় পাকিস্তানের অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন ছিলেন কর্মকর্তা। খবর রয়টার্স’র। রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণের পর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাকিস্তানের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান চালায়। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অরাকজাই সংলগ্ন জেলায় পরিচালিত অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানের সময়ই প্রাণ হারান বলে জানানো হয়েছে। জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তাদের যোদ্ধারাই কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে...