০৮ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হওয়া এক বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন সেনাসদস্য। এ ঘটনায় অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে, যা চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে তিনজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অপরজন সামান্য আহত হয়েছেন এবং তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে বা বোমাটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ। আইডিএফ জানায়, আহত সেনাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ইসরায়েলের অভ্যন্তরে পাঠানো হয়েছে। তবে সেনাদের নাম, পদবি বা সঠিক শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য...