জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনা নদীর দুর্গম প্রজাপতি চরে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ অক্টোবর) সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রজাপতি চরের হাবিবুর রহমান হবির পুত্র নাজিম (১৭) রবিবার (৫ অক্টোবর) বিকেলে বাড়ির পাশের মাঠে ছেড়ে দেওয়া ছাগল আনতে গেলে একই গ্রামের আব্দুল ওয়াহাব মণ্ডলের পুত্র মশিউর মণ্ডল তার ন্যাপিয়ার ঘাস খাওয়ানোর অভিযোগে নাজিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে লাল মিয়া প্রামাণিক গ্রুপ ও আব্দুল ওয়াহাব মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রথম দফায় লাল মিয়া গ্রুপের আব্দুল হামিদ (৫৫), হাবিবুর রহমান হবি (৪০) ও নূর ইসলাম (৫০) আহত হন। পরে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা...