নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি.। তথ্য অনুযায়ী, এদিন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি.এর শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক লি: ৮.০০ শতাংশ, ন্যাশনাল ব্যাংক পিএলসি.৭.৮৯...