রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পাশে থাকা ময়লার স্তূপ কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপদেষ্টা ট্রেনে করে ঢাকা থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশে রওনা দেন। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে থাকা ময়লার স্তূপের কারণে পথচারীদের নাক চেপে চলতে হয়। কিন্তু আজ উপদেষ্টা আসবেন বলে কাপড় টানিয়ে ঢেকে রাখা হয়েছে। ময়লা পরিষ্কার করে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়েছে। পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার ব্যবসায়ী সেলিম মিয়া জানান, রেলের পুকুরে অবাধে ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। আজ পর্দা দিয়ে ঢেকে রাখা মানে সমস্যার সমাধান নয়,...