নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বর্তমান শাসনকালে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে একটি ভিডিও প্রতিবেদনে। এতে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়ন প্রকল্পগুলো জনগণের অর্থ লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছে। ভিডিও অনুযায়ী, গত ১৫ বছরে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার করে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে। সব মিলিয়ে পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য নেতৃত্বাধীন ১২ সদস্যের একটি স্বাধীন কমিটির প্রকাশিত শ্বেতপত্রে এই সময়টিকে "অলিগার্কদের উত্থানের দশক" হিসেবে অভিহিত করা হয়। এস. আলম গ্রুপ, ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB)—এ ধরনের ব্যাংকগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দখল করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ব্যাংক মালিকানা ও পরিচালনা পর্ষদ ক্ষমতাসীনদের ঘনিষ্ঠজনদের হাতে চলে গেছে, যার...