জোর করে পদত্যাগে বাধ্য করা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের বন্ধ থাকা বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে তা উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অনেক শিক্ষক-কর্মচারী জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়ার পর থেকে তদন্ত চলমান থাকলেও তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানায় বিভাগটি। বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা চালু করতে হবে। এ বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ অসহযোগিতা বা...