আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী, সফল উদ্যোক্তা ও খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খানের জন্মদিন। কিন্তু এই দিনটি শুধু একজন তারকার জন্মদিন নয়, বরং এক সৃজনশীল যাত্রার উৎসব যেখানে রয়েছে শিল্প, বুদ্ধি, সৌন্দর্যবোধ ও বাস্তবতার অনন্য সমন্বয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে ২০০২ সালে শাহরুখ খানের সঙ্গে মিলে ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন গৌরি। সময়ের সঙ্গে এই প্রতিষ্ঠান বলিউডে এক অন্যতম প্রভাবশালী প্রোডাকশন হাউসে পরিণত হয়েছে। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ কিংবা ‘রা.ওয়ান’-এই সব সফল সিনেমার পেছনে ছিলেন গৌরির পরিশ্রম, তত্ত্বাবধান ও সূক্ষ্ম সিদ্ধান্তগ্রহণ। গৌরি কেবল নামমাত্র প্রযোজক নন, প্রতিটি প্রজেক্টের সৃজনশীল দিক, আর্থিক ব্যবস্থাপনা ও নান্দনিক উপস্থাপনায় তিনি সরাসরি যুক্ত থাকেন। শাহরুখের জনপ্রিয়তা যেমন সিনেমাকে উজ্জ্বল করেছে, তেমনি গৌরির পরিকল্পনাই দিয়েছে সিনেমাগুলোকে পরিপূর্ণ রূপ। চলচ্চিত্রের...