গাজায় হামলার সময় ইসরায়েলকে সমর্থনের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘গণহত্যার সহযোগী’ দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গাজায় হামলার সময় ইসরায়েলকে সমর্থনের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘গণহত্যার সহযোগী’ দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরএআই-এর সঙ্গে সাক্ষাৎকারে মেলোনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তাকে ‘গণহত্যার সহযোগিতার অভিযোগে’ অভিযুক্ত করা হয়েছে। যদিও এই অভিযোগ আন্তর্জাতিক আদালত এখনো নিশ্চিত করেনি। মেলোনি জানিয়েছেন, তার দেশের প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও ‘নিন্দা’ করা হয়েছে। এছাড়া ইতালীয় অস্ত্র ও মহাকাশ সংস্থা লিওনার্দোর প্রধান রবার্তো সিঙ্গোলানির নামও থাকতে পারে বলে জানান মেলোনি। অভিযোগটি গত ১ অক্টোবর দায়ের করা হয়েছে এবং এতে প্রায় ৫০ জন, আইন প্রফেসর, আইনজীবী এবং...