হলিউডের ‘সেক্স সিম্বল’ খেতাব পাওয়া অভিনেত্রী শ্যারন স্টোন এবার এক প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। ৬৬ বছর বয়সী এই তারকা জানান, সিনেমা হিট করাতে তাকে নায়কের বিছানায় যেতে জোর করেছিলেন প্রযোজক রবার্ট ইভানস। এক পডকাস্টে সাক্ষাৎকারে তিনি বলেন, ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘সিলভার’ সিনেমার শুটিংয়ের সময়। শুটিংয়ের মাঝেই তার নিজের অফিসে ডাকেন ‘গডফাদার’ সিনেমার ওই প্রযোজক। তার পর বিলির (বিলি বাল্ডউইন) সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেন। শ্যারনের অভিযোগ, নায়কের সঙ্গে বিছানায় গেলেই সিনেমার যৌন দৃশ্য আকর্ষণীয় হবে বলেছিলেন প্রযোজক। আর সিনেমাকে বাঁচানোর এটাই একমাত্র পথ। পডকাস্টে শ্যারন জানান, এমন প্রস্তাব...