বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন ইতিহাস তৈরি করেছে। স্থানীয় সময় বুধবার (৮ অক্টােবর) প্রথমবারের মতো আউন্সপ্রতি চার হাজার ডলারের সীমা অতিক্রম করেছে স্বর্ণের দাম। ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। স্পট গোল্ড ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩২ ডলার ৪৬ সেন্টে। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় চার হাজার ৫৪ ডলার ৮০ সেন্ট প্রতি আউন্স। খবর রয়টার্সের। ২০২৫ সালে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৫৩ শতাংশ যা গত বছরের ২৭ শতাংশ বৃদ্ধির চেয়েও অনেক বেশি। এই উত্থানের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশা, রাজনৈতিক অনিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের কেনা বিনিয়োগ তহবিলে প্রবাহ বৃদ্ধি এবং দুর্বল মার্কিন ডলার। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং...