পাকিস্তানি অভিনেত্রী ও টিভি হোস্ট আমিনা মালিক সামা টিভির মর্নিং শো-তে এক আবেগঘন সাক্ষাৎকারে নিজের তিনটি গর্ভপাতের যন্ত্রণার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, এই ক্ষতির পর তার ছোট কন্যার জন্ম তার পারিবারিক জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আমিনা হোস্ট মাদেহা নকভির সঙ্গে আলাপচারিতায় বলেন, তিনবার গর্ভের ধারাবাহিক ক্ষতি তার জীবনের ‘সবচেয়ে কষ্টকর সময়’ ছিল। তিনি উল্লেখ করেন, সাত মাস এবং পাঁচ মাসের গর্ভের শিশু মৃত অবস্থায় জন্ম হয়েছিল, পাশাপাশি ২০২০ সালে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল।আরও পড়ুনআরও পড়ুন‘অশ্লীল’ তকমা দিয়ে মাধুরীর যে ছবি নিষিদ্ধ করা হয়েছিল তিনি বলেন, এই ক্ষতির আগে তার একজন কন্যা সন্তান ছিল। ক্ষতিগ্রস্ত সময়ের পর তিনি আরও সন্তান জন্ম দেওয়ার চেষ্টা না করার সিদ্ধান্ত নেন। সামাজিক চাপের কথা উল্লেখ করে আমিনা বলেন, ‘যদি এখন কেউ সন্তান নেওয়ার...