০৮ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এলো মরা গন্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণে কারনে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এরফলে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুড়ি, মরা গরু, মাছ ও সাপ ভেসে আসছিলো। ধারণা করা হচ্ছে,গন্ডারের আবাস স্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গছে এবং ভেসে এসে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, বুধবার (৮ অক্টোবর) সকালে সংবাদ পাই। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থলে যাই। তিনি আরো জানান, গন্ডার টি মারা গেছে এবং...