ঢাকা: নতুন বায়োমেট্রিক সীমান্ত পরীক্ষার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে এন্ট্রি ও এক্সিট পদ্ধতি বদলে যাচ্ছে। এই নতুন পদ্ধতি রোববার (১২ অক্টোবর) থেকে কার্যকর হবে। এর ফলে নন-ইইউ ভ্রমণকারী এবং ব্রিটিশ পর্যটকরা ইইউ অঞ্চলে প্রবেশ এবং প্রস্থান করার প্রক্রিয়া বদল হবে। খবর রয়টার্স।এন্ট্রি ও এক্সিট সিস্টেম (ইইএস) অনুযায়ী, নন-ইইউ ভ্রমণকারীদের প্রথমবার শেনজেন অঞ্চলের ২৯টি দেশে প্রবেশের সময় ব্যক্তিগত তথ্য যেমন আঙুলের ছাপ এবং মুখের ছবি নিবন্ধন করতে হবে। এই ২৯টি দেশের মধ্যে সব ইউরোপীয় দেশ অন্তর্ভুক্ত, তবে আয়ারল্যান্ড ও সাইপ্রাস বাদ আছে। এছাড়া, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিচটেনস্টাইনও এই অঞ্চলের অংশ।নতুন এই নিয়ম শুধুমাত্র নন-ইইউ ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে এবং ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ইউরোপের সমস্ত সীমান্তে কার্যকর হবে। এ সময়কালে কিছু সীমান্ত চৌকিতে নতুন ব্যবস্থার সঙ্গে প্রচলিত পাসপোর্ট স্ট্যাম্পিং...