রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনজন আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, পাহাড়ি রাস্তায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাসের ধ্বংসাবশেষ ঘিরে উদ্ধারকর্মীরা মাটি খুঁড়ছেন। কেউ ভারী যন্ত্রপাতি দিয়ে কাদামাটি সরাচ্ছেন, আবার কেউ যাত্রীদের মালপত্র খুঁজে দেখছেন। টানা বর্ষণে সোমবার থেকে পাহাড়ি ঢাল আরও অস্থিতিশীল হয়ে পড়ে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। চলতি বছর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অতি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। আগস্টে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় পুরো একটি...