দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসকদের মতে, রাজবীরের স্নায়বিক কার্যক্রম খুবই সীমিত হয়ে পড়েছিল। নিবিড় পর্যবেক্ষণে ও লাইফ সাপোর্টে রেখেও উন্নতি হয়নি। অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি। রাজবীরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি সংগীতজগতে ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে। ২০১৪ সালে ‘মুন্ডা লাইক মি’ একক গান দিয়ে সংগীতজীবন শুরু করেন রাজবীর জওয়ান্দা। প্রাণবন্ত কণ্ঠে গানের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এক দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’-এর মতো অসংখ্য হিট গান। গান ছাড়াও...