দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন শিক্ষার্থী। এবারের চাকসু ও হল সংসদ নির্বাচনে অন্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আটজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গাপূজার ছুটি শেষে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রার্থীরা প্রচার শুরু করেছেন পুরোদমে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ঝুপড়ি, অনুষদের শ্রেণিকক্ষ, গুরুত্বপূর্ণ মোড়, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় রেলস্টেশন, শাটল ট্রেন, চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আমেজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ সোহেল রানা প্রার্থিতা করছেন সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে। তিনি ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট (বাসদ) সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছেন। ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান...