ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। গেল ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সেই মৃত্যুকে ঘিরে উঠেছে পরিকল্পিত হত্যার অভিযোগ। সন্দেহের তীর অনেকের দিকে। আটকও হয়েছেন জুবিনের ম্যানেজার, সহশিল্পীসহ কয়েকজন। এবার এই ঘটনায় নতুন মোড় এসেছে। গ্রেফতার করা হয়েছে প্রয়াত গায়কের জ্ঞাতিভাই এবং আসাম পুলিশ সার্ভিসের কর্মকর্তা সন্দীপন গার্গকে। অভিযোগ, মৃত্যুর সময় তিনিও ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানেই একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। পার্টিতে উপস্থিত সন্দীপন গার্গকে কেন্দ্র করে তদন্তের চাপ বেড়ে যায়। এ ঘটনায় ইতিমধ্যে গায়ক জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে আটক করা হয়েছিল। আসাম ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)...