মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৭ জন। প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা ফেলা হয় বলে জানান নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারের এক মুখপাত্র। সংবাদমাধ্য বিবিসি জানায়, স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যার দিকে ঐতিহ্যবাহী থাডিংজুত উৎসব উপলক্ষে চৌং উ এলাকায় জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। এই অনুষ্ঠানে একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড় লক্ষ্য করে দুটি বোমা ফেলা হয়। উৎসবে জান্তার নীতির বিরুদ্ধে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও ছিল। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার কার্যত গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের হিসাবে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে পাঁচ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের এক স্থানীয় কর্মকর্তা জানান, আকাশপথে হামলার আশঙ্কায় তাঁরা দ্রুত অনুষ্ঠান শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ‘প্যারাগ্লাইডারটি...