ঢাকা: বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধুমাত্র ধর্মীয় বন্ধনে আবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব—এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।উপদেষ্টা আরও বলেন, এই নতুন চেম্বার দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বন্দর, বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর এমন একটি গুরুত্বপূর্ণ চেম্বারের যাত্রা দেশের অর্থনীতির জন্য আশাজাগানিয়া। উদ্বোধনী আয়োজনে সৌদি প্রতিনিধি দলের ২০ সদস্যসহ দুই দেশের...