ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মেয়েদের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা একটা সময় ইংলিশদের ভালোই চেপে ধরেছিলেন বোলিংয়ে। আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তের দিকেও আঙুল উঠছে! সেসব সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৩ উইকেট নেয়া টাইগ্রেস তারকা ফাহিমা খাতুন। ম্যাচের পর ফাহিমা বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা খুবই নিশ্চিত ছিলাম ওটা আউট ছিল। আমরা সেভাবেই আবেদন করেছিলাম। আউট হওয়ার পরও যখন দেয়া হয়নি, তখন একটু হতাশ হয়ে গিয়েছিলাম।’ ইংল্যান্ডকে একাই ম্যাচ জেতানো হেদার নাইটের বিপক্ষে একটি আবেদন নিয়ে এভাবেই বলেছেন ফাহিমা। ইংল্যান্ডকে ১৭৯ রানের অল্প পুঁজির লক্ষ্য ছুঁড়ে দেয়া ম্যাচে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইংলিশদের যখন ১০৩ রান, ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তিনে ব্যাটে নামা হেদার নাইট একাই লড়াই করে জিতেছেন। ১১১...