আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি বেনজির আহমেদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে প্রসিকিউশন পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ অভিযোগটি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। প্রসিকিউশন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে বিরোধী রাজনৈতিক ঘরানার মানুষদের অপহরণ বা গুমের পর র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলের গোপন স্থানে বন্দি রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। এই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনকালীন সময়ে...