নারী ওয়ানডে বিশ্বকাপে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়ান ইংল্যান্ডের ব্যাটার হিদার নাইট। বিতর্কিত সিদ্ধান্তে দুবার জীবন পেয়ে ৭৯ রানের ইনিংস খেলে ইংলিশদের চার উইকেটে জিতিয়ে ফিরেছেন তিনি। ম্যাচ শেষে টিভি আম্পায়ার ভারতের গায়ত্রী ভেনুগোপালের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি ম্যাচ শেষে নাইটও জানিয়েছেন, তিনি মনে করছিলেন আউট হয়ে গেছেন। নাইট আউট হলে ম্যাচের ফলাফলটাও ঘুরে যেতে পারতো। ক্যাচটি নিয়ে তাই আফসোস করতে হচ্ছে বাংলাদেশকে। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারে। ফাহিমা খাতুনের লেগ স্পিনে কাভারের দিকে বল তুলে দেন নাইট। সেখানে দাঁড়িয়ে থাকা স্বর্ণা আক্তার ডানদিকে ডাইভ দিয়ে নিচু থেকে ক্যাচ ধরেন। নাইট তখনই হাঁটতে শুরু করেছিলেন, তবে মাঠের আম্পায়াররা বিষয়টি টিভি আম্পায়ারের কাছে পাঠান। টিভি আম্পায়ার গায়ত্রী...