গাজা যুদ্ধবিরতি নিয়ে মিসরে গত দুই দিনের মতো আজ বুধবারও পরোক্ষ বৈঠক বসছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। আজকের আলোচনায় যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। আলোচনার সঙ্গে পরিচিত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবামাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন বাস্তব ফলাফল ছাড়াই বৈঠক শেষ হওয়ার পর, মার্কিন প্রতিনিধি দল আজ বুধবার দুই পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসবেন।আরো পড়ুন:ইসরায়েলি বাহিনী আমাদের আটক করেছে: শহিদুল আলমথুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের গতকাল ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীর দিনে ইসরায়েলিরা ইতিবাচক সুরে কথা বলেছেন। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি...