০৮ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম টানা তিন দিনের বৃষ্টির পর প্রচণ্ড গরমে জয়পুরহাটে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত পাঁচ দিনে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১৮ জন রোগী। এর মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন ১৩৮ জন, রোববার ১০১ জন, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১২৯ জন এবং বুধবার সকাল পর্যন্ত ভর্তি হন আরও ৪৮ জন। হঠাৎ রোগীর এমন চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডোরে গিয়ে দেখা গেছে—শয্যা না পেয়ে অনেক রোগী মেঝেতে বা বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। তাদের স্যালাইন দেওয়া হচ্ছে মেঝেতেই। পৌরশহরের মাস্টারপাড়ার জালাল উদ্দিন জানান, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায়...