ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রশাসনের তথ্যমতে, গভীর রাতে বিলাসপুর জেলাসংলগ্ন পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের পর ওই এলাকায় হঠাৎ পাহাড়ধস হলে বাসটি মাটিচাপা পড়ে যায়। বাসটিতে তখন ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, চারজন নারী এবং দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনজন আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুকভিন্দর সিং সুকুর কার্যালয়ের এক মুখপাত্র। পুলিশ বলছে, বুধবার (৮ অক্টোবর) উদ্ধার অভিযান চলছিল, কারণ আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদসংস্থা এএনআই প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে,...