অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হয় নোবেলজয়ীদের নাম। বিশ্বের সবচেয়ে সম্মানিত এই পুরস্কারের প্রার্থী কারা হতে পারেন, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সবসময়ই কৌতূহল থাকে। এই বছরও পদার্থবিজ্ঞানের নোবেল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার সূচনা হয়েছে। পদার্থবিজ্ঞানের নোবেল প্রার্থীদের তালিকা প্রধানত সেই কাজের ওপর ভিত্তি করে তৈরি হয় যা এখনও এই পুরস্কার পাননি। বিশেষ গুরুত্বপূর্ণ পুরস্কার যেমন উল্ফ প্রাইজ, ব্রেকথ্রু প্রাইজ, ডিরাক মেডেল, নিউটন মেডেল প্রভৃতি প্রাপ্তদেরও বিবেচনা করা হয়। কোয়ান্টাম মেকানিকস:আহারোনভ ও বেরি ফেইজ নিয়ে কাজ করা পদার্থবিজ্ঞানী ইয়াকির আহারোনভ এবং মাইকেল বেরি এবারের নোবেল প্রার্থীর তালিকায় শীর্ষে। আহারোনভ-বোহম ইফেক্ট এবং বেরি ফেইজ নিয়ে তাঁদের গবেষণা কোয়ান্টাম মেকানিকসের মৌলিক ধারার মধ্যে পড়ে। ১৯৯৮ সালে উভয়েই একসঙ্গে উল্ফ প্রাইজ পেয়েছিলেন। কোয়ান্টাম কম্পিউটিং:চার্লস বেনেট, জিলে ব্রাসা, পিটার শর, ডেভিড ডয়েচ, ইগ্নাসিও সিরাক এবং...