দিনাজপুরের কর্ণাই হাজীপাড়ার গ্রামের ইয়াছিন আলী রাকিব। ২০১৯ সালে রঙিন মাছ চাষ শুরু করেন। সেই রঙিন মাছ আজ তার জীবন রঙিন করে তুলেছে। মাত্র ৩৬০ টাকার দিয়ে রঙিন মাছ চাষ শুরু করলেও বর্তমানে তার ব্যবসা লাখ টাকা দাঁড়িয়েছে। রঙিন মাছ শুধু তারই জীবন রঙিন করেনি, তার পাশাপাশ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীসহ অসংখ্য যুবকের জীবন রঙিন করে তুলছে। ছোট পরিসরে রঙিন মাছ চাষ শুরু করলেও বর্তমানে তার খামারে ৫ থেকে ৬ লাখ টাকার মাছ চাষ হচ্ছে। ইয়াছিন আলীর খামারে উৎপাদিত রঙিন মাছ যাচ্ছে দেশের ৬৪টি জেলায়। সরেজমিনে দেখা গেছে, বাড়ির আঙ্গিনায় ছোট বড় হাউজে মধ্যে রঙিন মাছ চাষের কাজ চলছে। বর্তমানে তার খামারে গাপ্পি, মলি, প্লাটি, সরটেইল, জেব্রা, কই কার্প, অ্যাঞ্জেল, টাইগার বার্ব, গ্রীন বার্ব, টেট্রা,...