জাতিরাষ্ট্রের ধারণা একসময় ছিল মুক্তির স্বপ্ন—নিজস্ব সংস্কৃতি, ভাষা, বিশ্বাস ও নিরাপত্তার ছায়াতলে মানুষ বাঁচবে, এমন ধারণার প্রকাশ। ইসরায়েলের মতো রাষ্ট্রের উত্থান দেখাচ্ছে সেই স্বপ্ন কিভাবে ভয়, আধিপত্য ও আত্মপ্রবঞ্চনায় পরিণত হতে পারে, যেখানে এককালের নির্যাতিতরা নির্যাতক রূপে আবির্ভূত হয়। ইসরায়েল হচ্ছে জাতিরাষ্ট্রের ভয়ঙ্কর পরীক্ষাগার—যে রাষ্ট্র আমাদের দেখিয়ে দিচ্ছে মানুষ জ্ঞানবিজ্ঞানে অনেক উন্নতি লাভ করলেও মনমানসিকতায় এখনও অনেকাংশে গুহাযুগের অধিবাসী। আজও ক্ষুদ্র গোষ্ঠীস্বার্থ রক্ষাতেই সে প্রাণপাত করে থাকে। বেঁচে থাকার সংগ্রামে অতীতে ক্ষুদ্রগোষ্ঠীবোধ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরবর্তী বিকাশের জন্য তা হয়ে ওঠে একটা শৃঙ্খলও। তাই গোষ্ঠীর ঊর্ধ্বে আইনকানুন নির্ভর সমাজ গড়ে উঠেছে। আরও উন্নত হয়ে তাকে গঠন করতে হয়েছে রাষ্ট্র–যার মুখ্য উদ্দেশ্য পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবার পথ তৈরি। রাষ্ট্রের সাফল্য নির্ভর করে এই পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার কাজে তার ভূমিকা কত...