স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেন স্বাধীন। পরদিন বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখেন স্বাধীন সরকারকে। নিহত স্বাধীনের ভায়রা ভাই শুভ্র জানান, তিনি আমার বাসায় ছিলেন। হঠাৎ দুপুরে তিনি বের হয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে আসেনি এবং তার ফোন বন্ধ পাই।...