আবুধাবিতে আজ বুধবার সন্ধ্যায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ তিন মাসের টি-টোয়েন্টি ক্রিকেট শেষে আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরছে তারা।ফেরার মঞ্চেই তাদের প্রতিপক্ষ চেনা প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। আফগানদের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি হোয়াইটওয়াশে আত্মবিশ্বাসী টাইগাররা। এবার সেই জয়ের ধারাকে টেনে নিতে চায় ওয়ানডেতেও। ওপেনিংয়ে নতুন রূপ দেখার অপেক্ষা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ে জায়গা করে নেওয়া এই তরুণ ডানহাতি ব্যাটারকে আজ দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে। ফলে দেখা যেতে পারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন, যা দলকে এনে দিতে পারে বাড়তি সুবিধা। শান্ত থাকবেন তিন বা চারে, নির্ভর করছে সাইফের ব্যাটিং অবস্থানের ওপর। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক।...