বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট, স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক আঞ্চলিক পরিচালক ও আইআরএস কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এই পরিপ্রেক্ষিতে আজ বুধবার ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজ সংশ্লিষ্টদের নামে সমন জারি করেছেন দিল্লি হাইকোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রেড চিলিস ও অন্য বিবাদীদের ৭ দিনের মধ্যে তাঁদের জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, অভিযুক্তদের কাছে ওয়াংখেড়েকে সমনের কপি সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওয়াংখেড়ের অভিযোগপত্রে শাহরুখ খান ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিস এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স ও সংশ্লিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। আদালতে ওয়েব সিরিজটির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা এবং দুই কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন...