গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এনামুল শেখ (২০) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত এনামুলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। এনামুল শেখ স্থানীয় ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে এনামুল বাড়ির পাশে ঠুসি জাল বসিয়ে ধানক্ষেতে মাছ ধরতে যান। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। প্রথমে বিষয়টি তিনি টের না পেলেও বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গেলে শরীরে বিষক্রিয়া দেখা দেয়।...