মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মিশরে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের পরোক্ষ শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন। বুধবার তার পাশাপাশি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও আলোচনায় যুক্ত হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার ইসরায়েল-হামাস দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনাও বলার মতো কোনো ফল ছাড়াই শেষ হওয়ার পর এ দুজন মিশর আসছেন, বলেছেন শান্তি আলোচনা সম্বন্ধে জ্ঞাত ঊর্ধ্বতন এক ফিলিস্তিনি কর্মকর্তা। ইসরায়েলিরা মঙ্গলবার হামাস-নেতৃত্বাধীন আক্রমণের দুই বছর পালন করেছে; তার মধ্যেই ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছেন। বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এমন সম্ভাবনা দেখা যাচ্ছে।” আলোচনার অবস্থা নিয়ে কোনো মন্তব্য না করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের বলেছেন, তারা ‘সিদ্ধান্ত ঠিক করার দিনগুলোতে’ আছেন। এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শুরুর সময় ইসরায়েল যেসব লক্ষ্য ঠিক করেছিল, তা অর্জনে...