আজকের কন্যাশিশুর আগামী দিনের আদর্শ নাগরিক। আমাদের সমাজে শিক্ষিত-অশিক্ষিত, ধনী, মধ্যবিত্ত, গরিব প্রায় সব পরিবারে দেখা যায়, কন্যাশিশুর প্রতি অন্য রকম দৃষ্টিভঙ্গি ও বৈষম্যমূলক আচরণ। তারা এই বৈষম্যমূলক আচরণের মধ্যে বেড়ে ওঠে। কিছু সামাজিক কথিত নীতির কারণে শিশুকাল থেকেই কন্যাশিশুদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে করে তারা প্রতিবাদী হতে না শেখে। এতে করে সে যদি পারিবারের ভেতরে যৌন হয়রানির শিকার হয়, সেই কথাও কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। শৈশবের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে মানসিকভাবে ট্রমায় ফেলে দেয়। তাই কন্যাশিশুকে নিরাপত্তা দিতে হবে। আজ (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস। এই দিনে চলুন জেনে নেওয়া যাক কন্যাশিশুর নিরাপত্তা সম্পর্কে যেভাবে সচেতন থাকবেন- শিশুকে শেখাতে হবে বাবা-মা, ভাইবোন ছাড়া অন্য যে কারো কাছ থেকে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে। তাকে বোঝাতে...