চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামী শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে। এবারের পুরস্কার নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা জানিয়ে আসছেন ট্রাম্প। বিজয়ী ঘোষণার সময় ঘনিয়ে আসায়, গাজা যুদ্ধসহ বিভিন্ন সংঘাত নিরসনে তার তৎপরতা বেড়েছে। তিনি দাবি করেছেন, আটটি সংঘাতের সমাধান করে তিনি এই পুরস্কারের দাবিদার। কিন্তু বিশ্লেষকদের মতে, বাস্তবতা ভিন্ন। সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন বলেছেন, ‘না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। তবে পরের বছর? তখন হয়তো তার নানা উদ্যোগ, বিশেষ করে গাজা সংকট নিয়ে পদক্ষেপের বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে।’ অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের ‘শান্তির দূত’ দাবিকে অতিরঞ্জিত মনে করেন। অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান...