বিসিবি নির্বাচন নিয়ে কত নাটকই না হয়ে গেল! অনেক দেশের জাতীয় নির্বাচনেও এত নাটক হয় না। ফের বিসিবির মসনদে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালরা আবার এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। এসব নাটকীয়তার মাঝে বারোটা বেজে যাচ্ছে ক্রিকেটের! আজ থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না নাঈম শেখের। জাতীয় দলে ডাক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাঈম শেখ লিখেছিলেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত। চলো বাংলাদেশকে আরও একবার গর্বিত করি’। কিন্তু কিন্তু লড়াইয়ের ময়দানে নামার সুযোগ তার নেই। কারণ ভিসা জটিলতায় এখনও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি এই বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার! তাই নিশ্চিতভাবেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে তার খেলা হচ্ছে না। নাঈম কবে ভিসা পাবেন, আদৌ সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা- সেটা সম্পূর্ণ অনিশ্চিত। বিসিবি কর্তারাও...