বুধবার (৮ অক্টোবর) দুপুরে ডিআরইউ’র শফিকুল কবীর মিলনায়তনে সংবাদ সম্মেলনে যৌথভাবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়ার ঘোষণা দিয়েছে নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ বছর প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশিন ও রেডিও—এ দুই ভাগে ২৫টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি সব মিডিয়ার জন্য উন্মুক্ত করে আরো দুটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। ডিআরইউ’র সদস্যরা ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য জমা দিতে পারবেন। ৮ অক্টোবর থেকে প্রতিবেদন জমা নেওয়া শুরু হয়েছে। শেষ তারিখ ১৭ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া প্রতিবেদনগুলোর মধ্যে থেকে যাচাই-বাছাই করে সেরা প্রতিবেদন নির্বাচন করবেন। সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেছেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত...