বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। এর প্রধান সাইদুস সালেহীন সুমন। দুই যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তিনি। তবে ব্যান্ডজগতের অনেকেই তাকে ‘বেজবাবা সুমন’ নামেই চেনেন। কিন্তু এই ‘বেজবাবা’ নামটি কীভাবে এলো তা জানতেন না অনেকেই। অবশেষে যেভাবে বেজবাবা হলেন অর্থহীনের সুমন সেই অজানা গল্প শোনালেন তিনি নিজেই। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নামের পেছনের মজার কাহিনি তুলে ধরেন সুমন। তিনি বলেন, ‘অনেকে ভাবে আমি নাকি দারুণ বেজ বাজাই বলেই বেজবাবা নামটা এসেছে। আসলে বিষয়টা একদমই তা না। যেদিন আমি বাবা হই, সেদিন আমার এক স্টুডেন্ট এসে মজা করে বলে ‘বেজ বাবা’। ওখান থেকেই নামটা থেকে যায়।’ সেই সময়ের ইন্টারনেট যুগের কথাও স্মরণ করেন তিনি। ‘তখন ছিল আইআরসি (ইন্টারনেট রিলে...