ইসরাইলি বাহিনী বুধবার সকালে তিনটি ছোট নৌযানে হামলা চালায়। এর আগে ‘দ্য কনশেনস’ নামের জাহাজে হামলা করে দখল নেয় দখলদার বাহিনী। জাহাজটিতে সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীসহ মোট ৯৩ জন ছিলেন। পরে সবাইকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) সব জাহাজ আটক করেছে ইসরাইল। আন্তর্জাতিক জলসীমা থেকে বুধবার (৮ অক্টোবর) এসব জাহাজ থামিয়ে দেওয়া হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইসরাইল জানিয়েছে, আটক ব্যক্তিরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন। এফএফসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনী বুধবার সকালে তিনটি ছোট নৌযানে হামলা চালায়। এর আগে ‘দ্য কনশেনস’ নামের জাহাজে হামলা করে দখল নেয় দখলদার বাহিনী। জাহাজটিতে সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীসহ মোট ৯৩ জন ছিলেন। পরে সবাইকে আটক...