তিনটি হৃদয়, নয়টি মাথা, আটটি বাহু-একটি মেরুদণ্ডহীন প্রাণী। প্রাণীটির শারীরিক বৈশিষ্ট্যের কথা শুনলে যে কেউ এমনিতেই ভয় পেয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো প্রাণীটি আমাদের কাছে খুবই জনপ্রিয় ও সুপরিচিত। বলছিলাম অক্টোপাসের কথা যাকে কমবেশি সবাই চেনেন। বর্তমানে সামুদ্রিক খাদ্য হিসেবেও বেশ পরিচিত একটি প্রাণী। বিশ্বজুড়ে অক্টোপাসের বিভিন্ন রেসিপি বেশ জনপ্রিয়। একেক সংস্কৃতিতে একেকভাবে অক্টোপাস খাওয়ার প্রচলন দেখা যায়। তা দেশভেদে অক্টোপাসের রেসিপির দিকে তাকালেই বোঝা যায়। আমাদের দেশেও বর্তমানে অক্টোপাসের বিভিন্ন পদ পাওয়া যাচ্ছে রেস্তোরাঁগুলোতে। এজন্য কক্সবাজার যেতে হচ্ছে না ঢাকায় বসেই স্বাদ নিতে পারছেন সামুদ্রিক এই অক্টোপাসের নানান পদের। আসুন কোন দেশে কীভাবে অক্টোপাস খাওয়া হয় এবং কীভাবে অক্টোপাস তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত হলো জেনে নেওয়া যাক- জাপানজাপানি খাবারে অক্টোপাস একটি খুবই জনপ্রিয় উপকরণ। জাপানিজরা সাধারণত অক্টোপাস সুশি,...