অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন এক নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছেন, যা আগের যে কোনো সৌর প্যানেলের কার্যকারিতার রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি তাদের। এ সফলতা এসেছে ‘পেরোভস্কাইট’ নামের এক বিশেষ উপাদান ব্যবহার করে, যেটিকে অনেকে ‘অলৌকিক পদার্থ’ বলে বর্ণনা করেছেন। উপাদানটি ভবিষ্যতে টেলিযোগাযোগ থেকে শুরু করে পরিবেশবান্ধব জ্বালানির মতো নানা ক্ষেত্রে বড় রকমের উন্নতি ঘটাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তিন স্তরের সৌর কোষ দিয়ে এ সৌর প্যানেল তৈরি করেছেন ‘ইউনিভার্সিটি অফ সিডনি’র একদল গবেষক, যেখানে দুইটি পেরোভস্কাইট ও একটি সিলিকনের স্তর রয়েছে। প্যানেলটি সূর্যের আলো থেকে ২৭.০৬ শতাংশ বিদ্যুৎ তৈরি করতে পারে। পাশাপাশি এ প্রযুক্তিতে ব্যবহৃত উপাদানটি কতটা টেকসই তারও নতুন মানদণ্ড তৈরি করেছে গবেষণা দলটি। এ গবেষণার নেতৃত্ব থাকা ও ‘ইউনিভার্সিটি অফ সিডনি’র ন্যানো ইনস্টিটিউট ও...