এলাকাবাসী আহত শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আছাদুর রহমানকে মৃত ঘোষণা করেন। দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো আজও মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন আছাদুর রহমান। বাসের চাপায় গুরুত্বর আহত হলে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ...