আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- তিনি রোহিঙ্গা। স্থানীয় দালালচক্রের সহায়তায় জাল কাগজে তৈরি করেছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পেয়েছেন সরকারি চাকরি। এখন দ্বীপে ঘুরছেন সরকারি কর্মীর বেশে, অথচ রাষ্ট্রের চোখে তিনি শরণার্থী। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, আজিজ বর্তমানে সেন্টমার্টিন বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী। পাশাপাশি তিনি জেলা পরিবেশ অধিদফতরের অধীনে মেরিন পার্কে চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মী হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্র ও নথিপত্র ঘেঁটে জানা গেছে, আজিজ মূলত মিয়ানমারের নাগরিক মো. আব্দুলের ছেলে। ১৯৯২ সালে আব্দুল তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন এবং সেন্টমার্টিনে আশ্রয় নেন। ২০০০ সালে তার মৃত্যু হলে তখন আজিজের বয়স মাত্র ছয় বছর। পরের বছরই আজিজের মা নুর নাহারকে...