০৮ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম ভারতের রাজ্য রাজস্থানের জয়পুর-আজমের জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্যাংকারে ট্রাক ধাক্কা মেরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়, যার পরপর বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় আশেপাশের কয়েকটি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সানওয়াড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে, যার ফলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ট্যাংকারের চালক ভুল জায়গায় গাড়ি পার্ক করে রাস্তার পাশে একটি দোকানে খাবার খেতে গিয়েছিলেন। জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত...