বিশাল ঢাকা শহর—যার নামের মধ্যেই লুকিয়ে আছে ‘বিশালতা’। এই শহরের যানজট, ভোগান্তি, দুর্নীতি, দালালচক্র, সবই বড় আকারে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য—এই ভোগান্তি শেষ হয় না মৃত্যুর পরও। জীবনের মতো মৃত্যুতেও ঢাকাবাসীকে সহ্য করতে হয় বৈষম্য ও শোষণ। ঢাকার দুটি গুরুত্বপূর্ণ কবরস্থান—আজিমপুর ও বনানী— ঘুরে দেখা গেছে এই ভয়াবহ বাস্তবতা। যেখানে জীবনের শেষ আশ্রয় ‘কবর’ও এখন ভাড়ায় নিতে হয়, কিনতে হয় কোটি টাকায়, কিংবা হারাতে হয় সময়মতো টাকা না দিতে পারলে। ঢাকার সবচেয়ে পুরোনো কবরস্থান আজিমপুর। প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত এই কবরস্থান ১৯১১ সালে সরকারি তালিকাভুক্ত হয় এবং বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় পরিচালিত। ৭৪ বিঘার এই কবরস্থানে প্রতিদিন দাফন করা হয় গড়ে ২৫–৩০টি লাশ। অর্থাৎ মাসে ৭৫০ থেকে ৯০০টি এবং বছরে প্রায় ১০ হাজারেরও বেশি। এখানে সরকারি ফি হিসেবে বড়দের...