জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। আজ ৮ অক্টোবর জকসু নির্বাচনের রূপরেখা অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার কথা। কিন্তু তার আগের দিন নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ফেসবুকে লিখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী ৮ অক্টোবর জকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করার কথা ছিলো। কিন্তু তাদের ধারাবাহিক ব্যর্থতার ফলে এখনও জকসু আইনই পাশ করতে পারেনি তারা। তাই এখন ৫ সদস্যের জকসু আয়োজক কমিটি গঠন করে আবারও মূলা ধরিয়ে দেওয়া হলো। আমরা জানি জকসু নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন মহলে ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাইয়ের ছাত্রজনতা সকল...