সারা বিশ্বের ন্যায় আগামী ৯ অক্টোবর বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব ডাক দিবস। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে এ উপলক্ষে রাজধানীর ডাক ভবনে আগামী ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য – ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর। ’ বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই এ দিবসটি পালিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (০৮ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ৯ অক্টোবর সকাল...