বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছয় বছর আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ” শিরোনাম জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্তরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে” — এবং আবরার ফাহাদের মতো শহীদদের আত্মত্যাগকে বর্তমানে গঠনকৃত রাজনৈতিক সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। তিনি ইতিহাসভিত্তিক বিশ্লেষণের গুরুত্বে জোর দিয়ে বলেন, বিষয়টি কেবলমাত্র আঞ্চলিক হেজিমনি বা আগ্রাসন হিসেবে এক শব্দে বিশ্লেষণ করা যাবে না; এটি বিশদ ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে হবে। তিনি বলেন, ব্রিটিশ শোষণ থেকে শুরু করে পরবর্তী...