১৯২৬ সালের এই দিনে ব্রিটিশ ভারতের বেলুচিস্তানে জন্মগ্রহণ করেন রাজ কুমার। মুম্বাই পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মদিবস শুরু করলেও ১৯৫২ সালে হিন্দি সিনেমা রঙ্গেলি দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। চার দশকের কর্মজীবনে ৭০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন।সোহরাব মোদীর নওশেরওয়ান-ই আদিল সিনেমাতে প্রিন্স নওশাদাদ হিসেবে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। ১৯৫৭ সালে মাদার ইন্ডিয়ায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কারের জন্য মনোনীয় হয়েছিলেন রাজ কুমার। গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে রাজ কুমার মারা যান।নিউজজি/হাআ ১৯২৬ সালের এই দিনে ব্রিটিশ ভারতের বেলুচিস্তানে জন্মগ্রহণ করেন রাজ কুমার। মুম্বাই পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মদিবস শুরু করলেও ১৯৫২ সালে হিন্দি সিনেমা রঙ্গেলি দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। চার দশকের কর্মজীবনে ৭০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন।সোহরাব মোদীর নওশেরওয়ান-ই আদিল সিনেমাতে প্রিন্স নওশাদাদ হিসেবে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন।...